মোঃ মাহফুজ আলী
রাজশাহী শহরের "পদ্মা গার্ডেন সংলগ্ন" ৪ দিন ব্যাপি বই মেলা আয়োজন করেন সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থার।
বই মেলা শুরু হই ২০ শে ফেব্রুয়ারী শেষ হই ২৪ শে ফেব্রুয়ারী। পদ্মা গার্ডেন সংলগ্ন বইমেলায় ২৭টি স্টলে প্রায় ৩৬ হাজার বই ছিলো। প্রতিটি স্টলে দর্শনার্থীরা তাঁদের পছন্দের বই কিনতে ভিড় করেছিলেন এবারের বইমেলায়।
প্রতিটি স্টলে হাজারো রকমের বই ছিলো " আজ আমি কোথাও যাবো না, নন্দিত নরকে,ডোপামিন ডিটক্র, খুশি, হলুদ হিমু কালো র্যাব, নিশীথিনী, আজ হিমুর বিয়ে, পথের দাবী, সাত দিনের সুলতান, আহা আজি এ বসন্তে, কথা মালা, কোথাও কেও নেই, বর্নমালার পাখী, আগুনের পরশমণি, জননী, কাঁদো নদী কাঁদো ইত্যাদি বই পাওয়া যায়।
আয়োজকদের মতে, মেলার শেষ দিনে গত তিন দিনের তুলনায় দর্শনার্থীদের ভিড় অনেকটাই বেশি ছিল। গত বছরের তুলনায় এইবছর অনেক বই বিক্রি হয়েছে। তাদের আশা প্রতি বছর ভিন্ন কিছু করে দেখাবে। এবারের মেলায় খাপড়া, নির্বাচিত, জনকল্যানমূখী, বাতিঘর, অনুস্বর, নবজাগরণ,বিদ্যাঙ্গন, রাজশাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, অংশু গ্রন্থকুটির, সতীর্থ,বই বিতান প্রকাশনীসহ প্রায় ১৭টি প্রকাশনী ছিল।
এইবারের মেলায় বিশেষ দুইটি স্টল ছিল তাদের মধ্যে অন্যতম প্রাচীন কাল থেকে বর্তমান কালের সকল ধরনের ক্যামেরা, ও IELTS স্টল। অনেক দর্শনার্থী বলেন এই দুইটি স্টল বিশেষ সাড়া ফেলেছে।
এক দর্শনার্থী বলেন, গত বছর ১১টি বই কিনেছিলাম। এইবছর অনেক বই ভালো লাগায় গত বছরের তুলনায় অনেক বই কিনেছি। তাদের ধারনা নতুন বছর আসলে তারা নতুন নতুন বই পড়তে পাড়বো।