শাহিনুর রহমান, মোহনপুর প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে সব পদের প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়ে চমক দেখালেন শেখ হাবিবা। তিনি ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের বিজয়ী দুই প্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থীকে টপকে সর্বোচ্চ ভোটের মালিক হন। শেখ হাবিবা মহিলা ভাইস চেয়ারম্যান পদে তার পদে চার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে পদ্দফুল প্রতীকে ৪২ হাজার ৯৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই উপজেলা পরিষদ নির্বাচনে তিনিই সব পদের প্রার্থীর চেয়ে বেশি ভোট পান। সাধারণ ভোটাররা বলেন, নির্বাচনের প্রার্থী শেখ হাবিবা উপজেলাবাসীর কাছে অনেক জনপ্রিয় ব্যক্তি ছিলেন নতুন মুখ হিসেবে নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়েই বাজিমাত করেছেন।বিজয়ী শেখ হাবিবা বলেন, সবার দোয়া ও ভালোবাসা এবং সৃষ্টিকর্তার রহমতে উপজেলাবাসী ভোট দিয়ে তাকে বিজয়ী করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভোটের মাঠের মতো উপজেলার উন্নয়নেও সবাইকে পাশে চান।