চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি হেরোইন উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনববাগঞ্জের বারোঘরিয়া সুইচ গেইটে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করেছেন র্যাব।
আজ শনিবার (৩১ আগষ্ট) সকালে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গতকাল রাতে সদর উপজেলার বারোঘরিয়া সুইচ গেট এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৬০ গ্রাম মাদক হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদ পাওয়ার পর র্যাব নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে মাদক বহনের সময় র্যাবের উপস্থিতি টের পেলে তাদের কাছে থাকা হেরোইন ফেলে অন্ধকারে পালিয়ে যায়।
এ আটকের ঘটনায় উদ্ধারকৃত আলামত জেলার সদর মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানান।