চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৭ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় কেউ আটক হয়নি। গতকাল শনিবার রাতে চাদলাই গোপাপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
আজ রবিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার রাত ১০টার দিকে চাদলাই গোপাপাড়া এলাকায় অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। এসময় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানান র্যাব।