মঙ্গলবার, ১০ই পৌষ ১৪৩১, ২৪শে ডিসেম্বর ২০২৪
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরে সড়ক দুর্ঘটনা রোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা


শাহিনুর রহমান, মোহনপুর প্রতিনিধি

সম্প্রতি রাজশাহী- নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ৮ জনের প্রাণহানির ঘটনা ভাবিয়ে তুলেছে জেলা ও উপজেলা প্রশাসনকে। প্রাণঘানির ঘটনা নিয়ে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় লেখালেখি হলে সড়ক দূর্ঘটনারোধে উদ্দ্যেগ নিয়েছেন মোহনপুর উপজেলা প্রশাসন।

গত দুইদিন ধরে থানা ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে চলছে অভিযান। যানবাহন আটকসহ চালকের বিরুদ্ধে হয়েছে মামলাও। বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছেন উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মোহনপুর উপজেলার আওতাধীন মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জরুরি সভা করেছে প্রশাসন।

মঙ্গলবার (৫ নভেম্বর)বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নুরুন নাহার, কৃষি অফিসার মোঃ কামরুল ইসলাম, ত্রান ও দূর্যোগ কর্মকর্তা (পিআইও) মোঃ তারিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা ইয়াসমিন, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, ট্রাফিক ইন্সপেক্টর রবিউল ইসলাম, উপজেলা আনসার ব্যাটালিয়ন অফিসার রাজিব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, সমবায় কর্মকর্তা মোছাঃ আনিছা দেলোয়ারা আঞ্জু, ধুরইল ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মৌগাছি ইউপি প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, মোহনপুর মডেল প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম সোহেল, জাতীয় দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার স্টাফ করসপন্ডেন্ট মোঃ শাহীন সাগর, মোহনপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রাসেল সরকার, কেন্দ্রীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল, কেশরহাট ইজারাদারশওকত আলী, একদিলতলাহাট ইজারাদার ফজলুল হক, মৌগাছিহাট ইজারাদার আনোয়ার হোসেন, বসন্তকেদারহাট ইজারাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জরুরি সভায় উপজেলার বসন্তকেদার হাটের সবজি হাট বসবে রাস্তার পরিবর্তে প্রাথমিক বিদ্যালয় মাঠে, একদিলতলা বাঁশের হাট বসবে রাস্তা থেকে কিছুটা দুরে, সইপাড়া মহাসড়কের দুই ধারে বসা পান বরজের সরঞ্জাম (খেড়/ফুলকি) কেনা বেচা করতে হবে মাঠে, সইপাড়া মোড়ে অবৈধ হাটের বিরুদ্ধে চালানো হবে ভ্রাম্যমাণ আদালত, সাকোয়া হতে কেশরহাট বাজার পর্যন্ত রাস্তার দুই ধারে কাঠ, বাঁশসহ অন্যান্য সরঞ্জাম সরিয়ে রাস্তা ফাঁকা রাখতে হবে। সড়কের দুই ধারে ও হাটের ভেতরের সরকারি জায়গা দখল কারিদের বিরুদ্ধে চলবে ভ্রাম্যমান আদালত।

সড়ক পরিবহন আইন মানতে সড়কে চলাচলকারী চালক,পথচারীকে সচেতন করতে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রবে বলে জরুরি সভা সিদ্ধান্ত হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪১ / জাতীয়

জাতীয় পতাকা বুকে নিয়ে জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম…

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২৫ / বিনোদন

দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে ওরা চারজন

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:১৪ / আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে কংগ্রেসের বৈঠক

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,

৫ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬ / বিনোদন

সাবেক স্বামীর বিমান ছিনতাই, মুখ খুললেন সিমলা

১৩ই নভেম্বর ২০২৪ রাত ১১:৩৫ / রাজশাহী জেলা

জ্ঞানের আলো এক্সপ্রেস ধাদাশ টু মহাকাশ যাএা শুরু