রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২ টায় রাজশাহী কলেজের রবীন্দ্র নজরুল চত্তরে এই আয়োজন করা হয়। ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীর মাঝে ২৫০ কোরআন বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ১৯৮২ সালের মতিহারের চত্বরে যারা আমাদেরকে হত্যা করে ভেবেছিল যে ছাত্রশিবির নিঃশেষ হয়ে যাবে। ইসলামের কথা বলার মত কেউ থাকবে না। তারা ভেবেছিলো বাংলাদেশে ন্যায়ের পক্ষে হকের পক্ষে কথা বলার মত কেউ থাকবে না। এটা কি সম্ভব হয়েছে.?
তিনি বলেন ২৪ এর গণঅভ্যত্থানের মাধ্যমে এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে। হাসিনা চেয়েছিল সবাইকে মেরে ফেলো তারপরও ক্ষমতা আমার লাগবে। আমি আবারো বলছি আমরা হাসিনার বিপক্ষে না, যাদের মধ্যে হাসিনার মতো ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে আমরা তাদের বিপক্ষে। দুনিয়ার মানব সৃষ্ট কোন মতবাদ দিয়ে কেউ কখনো ১০০% ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। বরং মানব সৃষ্ট মতবাদ একটা সময় নিজেই নিজের সাথে সংঘর্ষ ধরে পড়ে।
তিনি আরও বলেন, কুরআনের তাৎপর্য হলো সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। আমাদের বিশ্বাস কোরআন দিয়েই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আপনারা যদি সত্যি কারের অর্থে জুলাইয়ের চেতনা ধারণ করতে চান যারা বীর কাজী ছিলেন তাদের রক্তের দায় শোধ করতে চান শুধু মাত্র কোরআনকে ধারণ করে দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেই, আলী রায়হান, আবু সাঈদ শান্ত মুগ্ধদের আত্মা শান্তি পাবে। আমরা একটি সোনালী বাংলাদেশ পাবো।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহী মহানগরের শিবিরের সভাপতি সামীম উদ্দীন বলেন, এই কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করতে হবে। কোরআন দিয়ে জীবন গঠন করলে গুম, খুন, হত্যা, ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে। আমাদের সকলের দায়িত্ব রাসূল (সঃ) এর আদর্শ ধারন করে জীবন প্ররিচালিত করা।
আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, তথ্য ও ডেভলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী।