শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো
বুধবার (১৬ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারিতে ফিশারীজ গ্রাজুয়েটদের নিয়ে ব্রাক ফিশারীজ এর Career grooming session অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য ( প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান এবং জনসংযোগ প্রশাসক প্রফেসর ড. মো. আখতার হোসেন মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাক ফিশারীজ এর জেনারেল ম্যানেজার মো. মোশাররফ হোসেন এবং ব্রাক মানব সম্পদ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ সায়েদ ইবনে রাশেদ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের শিক্ষকমন্ডলী ও ফিশারীজ গ্রাজুয়েট শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিশারীজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব মৎস্য খাতে ব্রাক ফিশারীজ এর অনন্য অবদানের কথা ব্যক্ত করেন এবং আগামীতে তা অব্যাহত রাখার আহবান জানান। এছাড়াও তিনি ব্রাক ফিশারীজ সেক্টরে কর্মক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের সুযোগ করে দেয়ার আহবান জানান।