News Desk
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্তে হাবিবুর রহমান ওরফে ছুটু (৩২) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) ভোরে বাংলাদেশের অভ্যন্তরে পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাবিবুর রহমান ছুটু বড়শশী ইউনিয়নের নুরপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী বলে জানা গেছে। বোদার বড়শশী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, উরুতে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেনেছি। এর বেশি কিছু জানি না। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কেউ কোনো কথা বলতে রাজি হয়নি।