নিউজ ডেস্ক
কুড়িগ্রামে পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সিভিল সার্জন নির্বাচিত হয়েছেন ডা. মঞ্জুর-এ মোর্শেদ। রোববার (৩ ডিসেম্বর) রংপুর স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদের নাম ঘোষণা করেন বিভাগের পরিচালক ডা. এবিএম আবু হানিফ। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত একমাসে রংপুর বিভাগের আটটি জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রমের ওপর বিবেচনা করে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। এসময় সভাকক্ষে আট জেলার সিভিল সার্জনরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বলেন, এটা অবশ্যই আমার জন্য অনেক বড় পাওয়া। এতে কাজের স্পৃহা আরও বাড়বে। আমার স্টাফরাও উৎসাহিত হবেন।