শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা।
মঙ্গলবার (২১ মে) শিবগঞ্জ উপজেলার ১৬৬টি কেন্দ্রে সকাল ৮ টায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়। টানা ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, গোটা উপজেলাতেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।