শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া এলাকা থেকে লুকিয়ে রাখা অবস্থায় ১৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত ফেনসিডিল শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, সোমবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে লুকিয়ে রাখা অবস্থায় ১৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।