শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী সেরাজুল ইসলামের বিরুদ্ধে। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ।
বুধবার রাতে উপজেলার উত্তর উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত বুদ্ধুর মেয়ে কমেলা বেগম (২৬)।
অভিযোগে বলা হয়, গত ২০১৬ সালে উপজেলার উত্তর উজিরপুর ডাকাতপাড়া গ্রামের শাহজাহানের ছেলে সেরাজুল ইসলাম আরিফের সাথে একই গ্রামের মৃত বুদ্ধুর মেয়ে কমেলার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্নভাবে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন আরিফ। এক পর্যায়ে গত ৯ এপ্রিল শারীরিকভাবে নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দিলে নানার বাড়িতে আশ্রয় নেন তিনি। অভিযোগে আরো বলা হয়, বিয়ের দুই বছর পর একই এলাকার পারভিন নামে এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লে তাকে বিয়ে করতে বাধ্য হন আরিফ। পরে স্থানীয়ভাবে তার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে।
বুধবার রাতে কমেলা বেগমকে সংসারে ফেরাতে তার নানার বাড়ি যান আরিফ ও তার ছোট ইউনুস। এ সময় কমেলা বেগমকে টেনে হেচড়ে নিয়ে আসার চেষ্টা করলে তার নানা সাবের আলী বাধা প্রদান করেন। এক পর্যায়ে আরিফ ও তার ছোট ভাই দেশীয় অস্ত্র নিয়ে সাবের আলীকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।