সোমবার, ৮ই পৌষ ১৪৩১, ২৩শে ডিসেম্বর ২০২৪
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মৌলভীবাজার বিএনপির কারাবন্দি নেতাকর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছে ফলের ঝুড়ি

সংগৃহীত ছবি

নিউজ ডেস্ক

এক দফা দাবি আদায়ের আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া মৌলভীবাজারের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে বিভিন্ন ফলের ঝুড়ি। এতে থাকছে আঙ্গুর, আপেল, কলা, আনারস, কমলা ও পেয়ারা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের পক্ষে এসব ফল দেওয়া হচ্ছে। প্রথম দিন শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলায় গ্রেফতার নেতাকর্মীদের বাড়িতে ফলের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, ২৮ অক্টোবরের ঢাকার মহাসমাবেশ থেকে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলায় ১১টি মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়। সব মামলার বাদী পুলিশ। তাই গ্রেফতার নেতাকর্মীদের জেলখানায় অর্থ পাঠানো, অসচ্ছল বিএনপি পরিবারের সদস্যদের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার সামগ্রী ও ফল পাঠানো এবং কারাবন্দি নেতাকর্মীদের জামিনে আইনি সহায়তা দিয়ে আসছেন নাসের রহমান। শুক্রবার মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল হাই পিপলু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান শফি, দপ্তর সম্পাদক মজনু আহমেদ (মেম্বার), জেলা মৎস্যজীবী দলের সভাপতি মুসা মিয়া, সাধারণ সম্পাদক কবির মিয়া, মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুজন আহমদ, জেলা যুবদল নেতা সৈয়দ তানভীর আলী, সহ-প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌস জান্নাত, সহ-অর্থ সম্পাদক ইকবাল আহমদ, মৌলভীবাজার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহিত আহমদ, কাগাবলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জিপু, চাঁদনীঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আফসার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা তরাজ আলী, মাহফুজুর রহমান মফিজ, আবুবক্কর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুমেল আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সেকিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন আহমেদ, চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল আহমেদ, পৌর ছাত্রদলের নাঈম আহমেদ ও তানভীর আলীসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে ফলের ঝুড়ি পাঠানো হয়। এসব ফল পৌঁছে দেন সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল মাহমুদ, জেলা তাঁতি দলের সাবেক সদস্য সচিব জগলু আহমদ, সদর উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মিয়া, যুবদল নেতা আবু সুফিয়ান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ কাশেম। জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, দলের গ্রেফতার হওয়া কারাবন্দি নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা ও তাদের পরিবারে মনোবল জোগাতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের পক্ষ থেকে বাড়ি বাড়ি ফলের ঝুড়ি পাঠানো হচ্ছে। শুক্রবার মৌলভীবাজার সদর উপজেলা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় পাঠানো হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,

৫ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬ / বিনোদন

সাবেক স্বামীর বিমান ছিনতাই, মুখ খুললেন সিমলা

১৩ই নভেম্বর ২০২৪ রাত ১১:৩৫ / রাজশাহী জেলা

জ্ঞানের আলো এক্সপ্রেস ধাদাশ টু মহাকাশ যাএা শুরু