নিউজ ডেস্ক
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামক এলাকায় ঢাকাগামী যাত্রীবাহি সাকুরা পরিবহনের একটি বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ছয়টার দিকের এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতরা হলেন-ট্রলিচালক সোহরাব কবিরাজ ও তার সহযোগি রুবেল হাওলাদার।
উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাফর আহম্মেদ জানিয়েছেন, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে নতুন শিকারপুর এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক সোহরাব ও তার সহযোগি রুবেল নিহত হন। এ সময় বাসের সাতজন যাত্রী আহত হয়েছেন।
ওসি আরও জানান, বাস ও ট্রলি জব্দ করা হলেও ঘটনার পর পরই সাকুরা পরিবহনের চালক ও হেলপাড় পালিয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, ঘণ কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা খুবই কম ছিল। আর অবৈধ যানবাহন হিসেবে পরিচিত ট্রলিটি মহাসড়কের মাঝ বরাবর দিয়ে যাচ্ছিল। সেইসাথে দুর্ঘটনার সময় বাসের গতিও বেশি ছিল। যার কারণে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি সড়কের অপর পাশে গাছের ওপর আছড়ে পড়েছে।