নিউজ ডেস্ক
রিশাল: বরিশাল জেলার রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসক ডাঃ সৌরভ সুতার-এর ভুল চিকিৎসায় স্বরূপকাঠির এক স্কুলছাত্রী, ইশালের জীবন বিপন্নের মুখে বলে অভিযোগ করেছে তার পরিবার।
ইশালের পরিবার চিকিৎসার জন্য বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালে গেলে তারা ডাঃ সৌরভ সুতারের শরণাপন্ন হন। চিকিৎসার এক পর্যায়ে ইশালের অপারেশনের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং ডাঃ সৌরভ সুতার অপারেশনের জন্য তাদের কাছে ১ লক্ষ টাকা দাবি করেন। ভুক্তভোগীর পরিবারের তাৎক্ষণিক এই পরিমাণ টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় তারা গ্রাম থেকে লোন (কিস্তি) তুলে সেই টাকা দিয়ে মেয়ের অপারেশন করান।
তবে, অপারেশনের কিছুদিন পর স্কুলছাত্রী ইশালের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। ইশালের পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে ডাঃ সৌরভ সুতারকে মুঠোফোনে মেয়ের অবস্থার কথা জানান। ইশালের পেটে ব্যথা হওয়ার কথা শুনে ডাঃ সৌরভ সুতার পুনরায় চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা দাবি করেন। এতে পরিবারের সন্দেহ হলে তারা আর ডাঃ সৌরভ সুতারের কাছে চিকিৎসা নিতে যাননি।
পরবর্তীতে ইশালের পরিবার ইশালকে ফেয়ার হেলথ ক্লিনিকে নিয়ে যায় এবং সেখানে তার অপারেশন করানো হয়। ফেয়ার হেলথ ক্লিনিকের ডাক্তাররা ইশালের অপারেশন করার সময় তার পেটের ভেতর বিষাক্ত পদার্থ এবং অপারেশনের থিয়েটারের কিছু আবর্জনা পান। ফেয়ার হেলথ ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর ইশাল এখন অনেকটা সুস্থ।
ইশালের পরিবার রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসক ডাঃ সৌরভ সুতারের "চিকিৎসার নামে প্রতারণা" এবং "ভুল চিকিৎসার মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি"-র জন্য তার কঠোর শাস্তির দাবি জানিয়েছে।