বি এম রুবেল আহমেদ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফুটানীবাজার টিম ইলেভেনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৪ জানুয়ারি রবিবার বিকেলে মুনজুর আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মুনজুর আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রানাউল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম বাবলু বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোঃ আক্তারুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য মোঃ আজিজুর রহমান, সংরক্ষিত নারী সদস্য মোসাঃ লাইলী বেগম, রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন টিম ইলেভেনের সহযোগী মোঃ কাইয়ুম রেজা, মোঃ সুজন আলী, মোঃ মোস্তাফিজুর রহমান, ফুটানীবাজার টিম ইলেভেনের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফুটানীবাজার টিম ইলেভেনের পক্ষ থেকে জানানো হয় শীতবস্ত্র বিতরণ, রক্তদান সহ বিভিন্ন মানব সেবামূলক
কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো সামাজিক সমস্যায় তাদের কাছে যোগাযোগ করারও আহবান জানান।