বি এম রুবেল আহমেদ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১ দফা নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম আসাদুজ্জামান রিংকু কর্মশালা করেছেন।
১১ জুন বুধবার বিকেলে মোহবুল্লাহ কলেজ হলরুমে ভোলাহাট উপজেলা ছাত্রদলের আয়োজনে রাষ্ট্র সংস্কার ও মেরামত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এম আসাদুজ্জামান রিংকু অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে ৩১ দফার বেশ কিছু দফা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আবু তাহের, ভোলাহাট উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা বি.এম রুবেল আহমেদ, সাবেক সদস্য জু্বায়ের হাসান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তোহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক তারেক রহমান হৃদয়, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা সহ বিভিন্ন কলেজ কমিটির নেতৃবৃন্দ।
এর আগে সকালে উপজেলার চারটি ইউনিয়নে বিভিন্ন কলেজে বৃক্ষ রোপন করেন ও বিভিন্ন বাজারে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।