বি এম রুবেল আহমেদ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফিলিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার প্রাণকেন্দ্র মেডিকেল মোড় থেকে কানসাট অভিমুখে পল্লী মঙ্গল ইন্সটিটিউট এর সামনে ভোলাহাট ফিলিং স্টেশন নামে স্টেশনটি স্থাপন করা হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাট ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আব্দুল লতিফ, গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আব্দুর রাকিব, বিশিষ্ট ব্যবসায়ী বাবু লায়েক, রহমতুল্লাহ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকল বক্তারা বলেন ভোলাহাট উপজেলা একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত হওয়ায় এই ফিলিং স্টেশনটি খুব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। এই ফিলিং স্টেশনটি খুব তাড়াতাড়ি পথচলা শুরু হয় তেমনই প্রত্যাশা করেন উপস্থিত বক্তারা।