বি এম রুবেল আহমেদ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল সোমবার সকালে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) নিশাত আনজুম অনন্যা।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আখতারুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।
এসময় উপস্থিত ছিলেন বিএমডিএ ভোলাহাট জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, পল্লী উন্নয়ন অফিসার মোঃ সবুজ আলী, জনস্বাস্থ্য বিভাগের উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আজমির শেখ।
খরিফ-১/২০২৪-২০২৫ মৌসুমে উফসি আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলার মোট ২ হাজার কৃষকদের মাঝে জনপ্রতি উন্নত জাতের ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।