চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে সেলিনা খাতুন (১৯) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুন) সন্ধ্যায় জেলা শহরের পৌর এলাকার বিদিরপুর ভোলা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিনা খাতুন শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের সেলিম রেজার মেয়ে। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, সেলিনা খাতুন রেললাইনের পাশের রাস্তায় মোবাইলে কথা বলছিলেন। এ সময় রহনপুরগামী লোকাল ট্রেনটি পৌঁছালে তিনি সামনে শুয়ে পড়েন। এ সময় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ ট্রেন চালকের বরাত দিয়ে জানান, রেললাইনের পাশে থেকে ফোনে কথা বলছিলেন ওই তরুণী। হঠাৎ রেললাইনে তিনি শুয়ে পড়েন।
এ সময় ট্রেনচালক কয়েকবার হর্ন দিলেও সরেননি। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। রেল পুলিশ মরদেহ ঘটনা স্থল থেকে উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়।