মোঃ জমশেদ আলী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় মেরামতের সময় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এ ঘটনায় একজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে তুহিন পরিবহন নামের বাসটির ভেতরের অংশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় বাসের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন একজন ওয়েল্ডিং মিস্ত্রিও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডটি নাশকতামূলক নয় বলে জানান ওসি। ঘটনার সময় ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর মহল্লার বাসিন্দা জাসদ ছাত্রলীগ নেতা আবদুল মজিদ। তিনি বলেন, ‘ঘটনার সময় অল্প দূরেই ছিলাম। আগুন জ্বলে উঠতে দেখে দৌড়ে যাই। ফায়ার সার্ভিসকে খবর দিই। সেখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল বলে শুনেছি। অগ্নিকাণ্ডে বাসের ভেতরের পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।’