নিউজ ডেস্ক
।চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে অসহায় এবং হতদরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতরের ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
৮ মার্চ সোমবার বিকেলে পাঠাগারের নিজস্ব কার্যালয়ে খাড়োবাটরা জামে মসজিদের খতিব ও ইমাম ক্বারী মাওলানা মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে উপস্থিত সবার হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন মরিওম হালেমা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মোঃ সেলিম রেজা।
আতব চাল, চিনি, তেল, লাচ্ছা, সেমাই, নুডলস, পাপড়, বুঁদিয়া সম্বলিত একটি করে প্যাকেট এলাকার বিভিন্ন গ্রামের অসহায় এবং হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে দেশ ও জাতি সহ উপস্থিত সকলের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পাঠাগারটির প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ বলেন, বরাবরের মতো এবারও কিছু অসহায় এবং হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়ে অনেকের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
তিনি আরও বলেন আগামীতে আরও বড় পরিসরে সবার কাছে ঈদ উপহার সামগ্রী তুলে দিতে আমি অঙ্গীকারবদ্ধ।