চাঁপাইনবাবগঞ্জে ৮৬ ব্যাচের বন্ধুদের ঈদ পুনর্মিলনী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ১৯৮৬ ব্যাচের বন্ধুদের ঈদ পুনর্মিলনী ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের মনি উকিল মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত ঈদ পুনর্মিলনী ১৯৮৬ সালের এসএসসি ব্যাচ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মেহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থাপনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদ গোলাম ফারুক মিথুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার ইকবাল, রাজশাহী জেলা সভাপতি আব্দুল মালেক, ঢাকা ৮৬ এর বন্ধু খলিলুর রহমান, ড. মেউবাউল আলম বাবু, ড. হাজেরা খাতুনসহ ১২০ জন বন্ধু অংশগ্রহণ করে। এরপর বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করে ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়
তার আগে একটি র্যালী চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড় ঘুরে এসে মনি উকিল মিলনায়তনে পরিচিতি পর্বে মিলিত হয়। পরিচিতি পর্বের আগে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত, ১৯৮৬ ব্যাচ এসএসসি বাংলাদেশ থিম সং পরিবেশিত হয়।