মঙ্গলবার, ২২শে বৈশাখ ১৪৩২, ৬ই মে ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের নিমাঞ্চলের মানুষ পানিবন্দি, বন্যা আতঙ্ক

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের প্রায় ৬ হাজার পরিবার পানিবন্দি। দুটি উপজেলার পদ্মা পাড়ের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। জানা গেছে, ভারতের গঙ্গা চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করেছে পদ্মা নদী হয়ে। উজানের ঢলে গত সপ্তাহ ধরে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার নিমাঞ্চলের মানুষ পানিবন্দি হয়েছেন। ফলে বন্যার আশঙ্কায় দিন কাটছে নদী-তীরবর্তী মানুষের। এরই মধ্যে নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে। আশ্রয়ের জন্য উঁচু স্থান নির্ধারণের পাশাপাশি খাদ্য মজুতও করছেন তারা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে পানি বাড়ছে পদ্মা নদীতে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত পানির স্তর রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ২৬ মিটার। যা গত ২৪ ঘণ্টার ব্যবধানে ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মায় পানির বিপৎসীমা ২২ দশমিক ০৫ মিটার ধরা হয়েছে। বর্তমানে পদ্মার পানি বিপৎসীমার মাত্র ৭৯ সেন্টিমিটার নিচ নিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের মধ্যেই বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে মনে করছে স্থানীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়নে প্রায় ৯২৫ পরিবার পানিবন্দি। আলাতুলি ইউনিয়নে ৪৬২ ও নারায়ণপুর ইউনিয়নে ৪৬৩ পরিবার, শিবগঞ্জ উপজেলার চার ইউনিয়নের প্রায় ৫ হাজার ১১৫ পরিবার পানিবন্দি। পাঁকা ইউনিয়নে ২৫০ পরিবার, উজিরপুর ইউনিয়নে ১৫ পরিবার, দুর্লভপুর ইউনিয়নে ৪৫০০ পরিবার ও মনাকষা ইউনিয়নে ৩৫০ পরিবার।

স্থানীয়রা জানান, অস্বাভাবিক হারে পদ্মায় পানি বাড়ায় বন্যা আতঙ্কে দিন পার করছে গ্রামের মানুষ। বন্যা হলে তারা অসহায় জীবনযাপন করে। বন্যার কারণে নদী বিশাল আকার ধারণ করে। কয়েকদিন থেকে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফসলি জমির সঙ্গে মানুষের বাড়িতেও পানি ঢুকে গেছে। নদীর কাছের গ্রামের বাড়িগুলোয় প্রায় হাঁটুপানি। এতে মানুষ খুব কষ্টে দিন পার করছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, পদ্মায় পানি বৃদ্ধির ফলে জেলায় কৃষকের ১ হাজার ৫১২ হেক্টর জমি ফসল তলিয়েছে। গত ২৪ ঘণ্টায়ই তলিয়েছে ১৪৮ হেক্টর জমির ফসল। সবচেয়ে বেশি তলিয়েছে শিবগঞ্জ উপজেলায়।

জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখার কর্মকর্তা মীর আল মনসুর শোয়াইব বলেন, এ বন্যা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। এরই মধ্যে বন্যা মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। নিম্নাঞ্চলের মানুষজনের খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রয়োজন বিবেচনায় দুর্গত এলাকায় বিতরণের জন্য পর্যাপ্ত খাদ্যও মজুত রয়েছে বলে জানান।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

মে 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ই মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

১৩ই মার্চ ২০২৫ দুপুর ০১:৫৩ / জাতীয়

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

৮ই মার্চ ২০২৫ রাত ১১:১৭ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জে সুজনের পৌর কমিটির পরিচিতি সভা ও ইফতার…

৮ই মার্চ ২০২৫ বিকাল ০৫:২২ / স্বাস্থ্য

শিবগঞ্জে দুস্থরা পেলেন আলোর সীমান্তের খাদ্যসামগ্রী

৪ঠা মার্চ ২০২৫ বিকাল ০৫:৫৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

২১শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ১১:৫৮ / জাতীয়

প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমাদুল্লাহর খোলা চিঠি