শিবগঞ্জ প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে যুব উন্নয়ন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আরিফ মাহমুদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস প্রমুখ।
শেষে চার যুবকের মাঝে ৫ লাখ টাকার ঋণ, ৯০ জনের মাঝে সনদপত্র প্রশিক্ষণ ভাতা দেয়া হয়।