বি এম রুবেল আহমেদ
ভোলাহাটে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ভোলাহাট উপজেলা ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ ডিসেম্বর সকাল ১১ টার সময় , বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড এবং নির্যাতনের শিকার নেতাকর্মীদের যথাযথ বিচারের দাবিতে ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করে ভোলাহাট উপজেলা ছাত্রদল।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক, মোঃ মাসুদ রানা,জেলা ছাত্রদলের সদস্য আঃ আলীম ছাত্রনেতা মোঃহাবিব মেসবাহ, ছাত্রনেতা মোঃআলমগীর হোসেন, ছাত্রনেতা মোঃ লতিফুর রহমান ২ং গোহাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মোঃআবু সুফিয়ান,৪ নং জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মোঃ শামীম রেজা ১ নং ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মোঃতুহিন সহ বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীবৃন্দ।
এসময় বক্তারা গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার জোর দাবি এবং হত্যাকান্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের যথাযথ বিচারের দাবি জানান।