চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
`সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) সকাল ১০টা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজনের রাজশাহী মহানগরের সভাপতি পিয়ার বক্স, রাজশাহী জেলার সভাপতি সফিউদ্দিন আহমেদ ও সহসম্পাদক ওয়ালিউর রহমান রাজুসহ অনান্য ব্যাক্তিবর্গ।
সুজন পৌরসভার সভাপতি মোঃ জমশেদ আলী এর সঞ্চালনায় রাষ্ট্রের সংস্কার বিষয়ে মতামত উপস্থাপন করেন চেম্বারে সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ,প্রধান শিক্ষক আব্দুল আজিজ,যুব সংগঠক আব্দুর রহমান অনু,আফসার আলী, আব্দুর রাহিম প্রমুখ।
বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার দরকার। তাই রাষ্ট্রীয় সংস্কারে জাতীয় ঐক্য ও জনমত গঠনে বেশি বেশি গোল টেবিল বৈঠক প্রয়োজন।