চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের হরিপুর মিয়াপাড়া নিবাসী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুজন–সুশাসনের জন্য নাগরিকের সভাপতি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদের পিতা, মোঃ তাইফুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আজ রাত ৩টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজার নামাজ আজ সকাল ৯টা ৩০ মিনিটে উপরাজরামপুর গোরস্থানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
অ্যাডভোকেট আসাদ এর বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সুজন–সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, আইনজীবী সমাজ ও বিভিন্ন সংগঠন।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছেন।