চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি, রাজশাহী এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব।
২৬ জুন বৃহস্পতিবার মধ্যরাত ১ ঘটিকার সময় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার শাহমখদুম আবাসিক এলাকা হতে মোঃ আরফাজুল ও মোসাঃ গাজলী বেগমকে গ্রেফতার করে র্যাব। তারা উভয়ই শিবগঞ্জ থানার মোবারকপুর গ্রামের বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৩ জুন সন্ধা সাড়ে ৭ ঘটিকার সময় এজাহারনামীয় আসামীদের সহিত ছাদের পানি ফেলাকে কেন্দ্র করে শিবগঞ্জ থানাধীন ৪নং মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর বাজারে ১নং আসামীর বাড়ী সংলগ্ন খাবার হোটেলের সামনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিস বিচার বসে। উক্ত শালিস চলাকালে আসামীদের সহিত বাদির স্বামী মৃত নজরুল ইসলাম এর কথাকাটাটি হয়। কথাকাটির একপর্যায়ে এজাহারনামীয় ধৃত ১নং আসামী আরফাজুলের হুকুমে অন্যান্য আসামীগণ মারাত্মক দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাদির স্বামীকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ী মারপিট শুরু করে। এজাহারনামীয় ২নং আসামীর হাতে থাকা ধারালো চাকু দ্বারা বাদির স্বামীকে হত্যার উদ্দেশে পেটে আঘাত করে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। বাদির স্বামী মাটিতে পড়ে গেলে ৩, ৪ ও ৫নং আসামীর হাতে থাকা লাঠি ও লোহার রড দ্বারা বাদির স্বামীর মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে এলোপাথাড়ী মারপিট করে শরীরে ছিলা,ফুলা জখম করে। বাদির স্বামীকে রক্ষার জন্য বাদির ভাসুরের ছেলে মোঃ সুজন আলী(৩৫) আগাইয়া গেলে ২নং আসামীর হাতে থাকা ধারালো চাকু দ্বারা বাদির ভাসুরের ছেলে সুজন কে হত্যার উদ্দেশ্যে গলায় স্বজোরে আঘাত করে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। বাদির স্বামী মৃত নজরুল ইসলাম ও জখমী সুজন কে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদির স্বামীকে মৃত ঘোষনা করেন এবং জখমী সুজন চিকিৎসা গ্রহন করেন।
উক্ত ঘটনায় ভিকটিম মৃত নজরুল ইসলাম এর স্ত্রী মোসাঃ সাহানারা (৪৫) বাদী হয়ে শিবগঞ্জ থানায় ০৬ জন সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।