পাভেল ইসলাম, রাজশাহী
রাজশাহীর চারঘাটে মিনিস্টার কাপ মিনি ফুটবল ২০২৩-২৪ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ এপ্রিল) শলুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শলুয়া ডিগ্রি কলেজ মাঠে মিনিস্টার কাপ মিনি ফুটবল ২০২৩-২৪ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ম্যাচে শলুয়া ২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রাজশাহী চারঘাট ৬ আসনের সাংসদ সদস্য,সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম। উদ্বোধক রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু। চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: হুমায়ুন কবির সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পরিবার পরিকল্পনা পরিচালক যুগ্ম সচিব মো:মাহাবুব আলম,চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব মো: আনোয়ার হোসেন,চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম,চারঘাট পৌরসভা মেয়র ও চারঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:একরামুল হক,চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন,শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: ওয়াহেদুল ইসলাম,সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন,শলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা বুড়া, শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমীন সরকার,শলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোকলেছুর রহমান বাচ্চু মেম্বার,শলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোক্তার হোসেন মুক্তা মেম্বার,চারঘাট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম,জনতা ব্যাংক অফিসার ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সমিরন কুমার ঘোষ,চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার,শলুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন আলী,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ,শলুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: শামীম আখতার রাসেল,শলুয়া ইউনিয়ন যুবলীগর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চারঘাট উপজেলা যুবলীগের সদস্য এ কে এম ফয়সাল সরকার রিচার্ডসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন দৌলতপুর কিশোর একাদশ ও ফারহান ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষ জয় অর্জন করেন দৌলতপুর কিশোর একাদশ। উক্ত খেলায় তৃতীয় নির্ধারণী ম্যাচের পুরুষ্কার অর্জন করেন মাড়িয়া ফুটবল টিম। প্রধান অতিথি ও বিশেষ অতিথি চ্যাম্পিয়ান ,রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকার কারীরকে ট্রফি তুলে দেয়ার মধ্যো দিয়ে খেলাটির সমাপ্তি হয়।