শুক্রবার, ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩শে মে ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অপপ্রচারের দায়ে চাঁপাইনবাবগঞ্জের একজনের ১৩ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

রাজশাহী প্রতিনিধি

বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের নামে মানহানিকর তথ্য প্রচার করার অপরাধে কথিত বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দলের (বাসবিদ) চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় এক সংগঠকের ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম হারুন-অর-রশীদ (৬৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি গ্রামের বাসিন্দা। এ মামলায় আরও তিনজন আসামি ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জে জেলা সদরে টাঙিয়ে রাখা একটি ব্যানার পুলিশের নজরে আসে। এ ব্যানারে লেখা ছিল বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দল (বাসবিদ)।

এ দলে যোগ দিলে কোনো ধরনের কর দেওয়া লাগবে না এটা লেখা ছিল। পাশাপাশি ব্যানারটিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নামে মানহানিকর কথা লেখা হয়।

পুলিশ এসব ব্যানার একটি ফেসবুক পেইজেও পোস্ট দেওয়া দেখতে পায়। চাঁপাইনবাবগঞ্জে কথিত এই সংগঠনের সংগঠক হিসেবে হারুন-অর-রশিদসহ কয়েকজন কাজ করছেন বলে পুলিশ জানতে পারে। এ নিয়ে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। আইনজীবী ইসমত আরা জানান, রায় ঘোষণার সময় অন্য তিন আসামি হাজির ছিলেন।

আর হারুন গ্রেফতারের পর জামিন নিয়েই পলাতক আছেন। আদালত তিন আসামিকে খালাস দিয়েছেন। আর হারুনকে তিনটি ধারায় মোট ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

এছাড়া তিন ধারায় তাকে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানাও করেছেন আদালত। জরিমানার প্রতি এক লাখ টাকা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

মে 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ই মে ২০২৫ দুপুর ০২:৪০ / রাজনীতি

৩ মাসে একদিনও ঘর থেকে বের হননি মমতাজ,…

১৬ই মে ২০২৫ দুপুর ১২:০৮ / জাতীয়

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

১৮ই মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

১৩ই মার্চ ২০২৫ দুপুর ০১:৫৩ / জাতীয়

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

৮ই মার্চ ২০২৫ রাত ১১:১৭ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জে সুজনের পৌর কমিটির পরিচিতি সভা ও ইফতার…