চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমত আলী বলেছে, ব্র্যাক সারা বিশ্বে সর্ববৃহৎ বেসরকারী উন্নয়ন সংস্থা।
ব্র্যাক বিভিন্ন বিষয়ে কাজ করে থাকে। এখন বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের নিয়ে কাজ করেছে, ব্র্যাকের এই কার্যক্রম আমাদের ইউনিয়নে বাস্তবায়ন করতে হবে।
নিরাপদ অভিবাসন বাস্তবায়ন করে রানিহাটি ইউনিয়নকে আমরা আদর্শ ইউনিয়ন হিসেবে দেখতে চাই।
আজ বুধবার রানিহাটি ইউনিয়ন পরিষদ হল কক্ষে ব্র্যাক মাইগ্রেশনে প্রোগ্রামের ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্প আওতায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নে এক ইউনিয়ন কর্মশালার আয়োজন করে।
সেখানে প্রধান অতিথিত বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।চেয়ারম্যান বলেন, আমাদের ইউনিয়ন থেকে যারা বিদেশে যাবে তারা জেনে-বুঝে নিরাপদে বিদেশে যাবে, এই অঙ্গীকার নিয়ে আমরা সকলে কাজ করব। যারা অল্প সময়ে বেশি টাকা আয় করার আশায় প্রশিক্ষণ না নিয়ে বিদেশে যায়, তাদেরকে সচেতন করব।
যেন তারা প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষিত হয়ে বিদেশে যায়। এর ফলে অর্থ এবং সম্মান দুটোই মিলবে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা -২ প্রকল্পকে ধন্যবাদ জানাই রানিহাটি ইউনিয়ন পরিষদে তাদের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য।কর্মশালায় বিশেষ অতিথি কৃষ্ণ গোবীন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেরাজুল ইসলাম বলেন, প্রত্যাশা প্রকল্প তাদের উঠান বৈঠক প্রতিটা গ্রামে আরও বৃদ্ধি করলে মানুষ বেশি সচেতন হবে তারা দক্ষ হয়ে বিদেশ যাবে।সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজাউর রহমান বলেন, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্প মানুষের পাশে দাঁড়িয়েছে।
আমাদের দায়িত্ব ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সঙ্গে কাজ করা।কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চাঁপাইনবাবগঞ্জ এমআরএসসি সমন্বয়ক আশিকুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
যেখানে তিনি অভিবাসীদের মনোসামাজিক, আর্থিক ও সামাজিক পুনরেকত্রীকরণ বিষয়ে আলোচনা করেন।
কর্মশালায় প্রবাস ফেরত অভিবাসী, অভিবাসী পরিবারের সদস্য, শিক্ষক, ইমাম, বাজার কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ ইউনিয়নটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।