সারওয়ার জাহান
সময়টা এখন বিজ্ঞান ও প্রযুক্তির। বিজ্ঞান ছাড়া আমরা চিন্তা করতে পারিনা। প্রযুক্তি ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আধুনিক সভ্যতার মূল ভিত্তি হল বিজ্ঞান ও প্রযুক্তি। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় কর্মকান্ড, শিল্প, যোগাযোগ, উৎপাদন, পরিবহন, শিক্ষা ও চিকিৎসা সহ এমন কোন খাত নেই যা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর না।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি" স্লোগানকে সঙ্গে নিয়ে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে সকাল ১১ টায় রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা'র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন প্রমূখ। আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ সহ সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
সভাপতি তার বক্তৃতায় বলেন, সবকিছুর মধ্যেই ভালো এবং মন্দ রয়েছে। নিজেদের প্রয়োজনে আমাদেরকে ভালোটা গ্রহণ করতে হবে। মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাচেতনার স্বপ্ন আর বাস্তবতার পরিবর্তন এসেছে। আমাদের থেমে থাকলে হবে না দেশ আজ প্রযুক্তিতে অনেক এগিয়ে। সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে কাঙ্খিত লক্ষ্যে। আমি আশা করি, আমাদের এই শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ও সৃষ্টিশীল চিন্তাভাবনার প্রতিফলন ঘটিয়ে প্রযুক্তির সঠিক ব্যবহারকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশীদারিত্ব হবে।
উল্লেখ যে, গত রবিবার (২৮ জানুয়ারি) বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই দিন রহনপুর মুক্তমোহ দল এর আয়োজনেও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০ প্রতিষ্ঠা বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেন।
সেই সাথে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।