সারওয়ার জাহান
বইছে হিমেল হাওয়া। চারিদিকে বাড়ছে শীতের প্রকোপ। অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্টের সীমা নেই। সমাজের সচ্ছল মানুষের ঘরে বছর পরিক্রমায় শীত ঋতু হিসেবে আনন্দ ও খুশির বার্তা নিয়ে এলেও অসহায়, ছিন্নমূল ও দরিদ্রদের জন্য শীত কষ্টের ও বেদনার ধূসর বার্তাবাহক মাত্র।
গত কয়েক দিনের হাড় কাপানো শীত, ঘনকুয়াশা ও হিমেল বাতাস জনজীবনকে করেছে বিপর্যস্ত। শীতার্ত এই সকল মানুষের কিছুটা কষ্ট লাঘব করতে ছিন্নমূল, অসহায় ও গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।
শনিবার ১৩ জানুয়ারি রাত ৯ টায় রহনপুর রেলওয়ে স্টেশন এবং স্টেশন বাজারে খোলা বারান্দায় ঘুমিয়ে থাকা ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রচন্ড শীতের মাঝে ঘুমিয়ে থাকা মানুষগুলো কম্বল পেয়ে ভীষণ খুশি হন। তারা বলেন, একটি কম্বলে ঠান্ডা কাটছিল না এ কম্বলটি পাওয়াই ঠান্ডা থেকে রক্ষা পাব।
এক বৃদ্ধ মহিলা ইউএনও কে উদ্দেশ্য করে বলেন, মা আল্লাহ তোমার অনেক ভালো করবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম।
৫০ জন ছিন্নমূল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা বলেন, পর্যায়ক্রমে উপজেলার সর্বত্রই শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।