মঙ্গলবার, ২৭শে কার্তিক ১৪৩২, ১১ই নভেম্বর ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাফাহ ছাড়ার নির্দেশ হবে বড়সড় হামলা

ফাইল ছবি

নিউজ ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

রোববার দক্ষিণ গাজার রাফাহ ক্রসিংয়ের কাছেই একটি এলাকা থেকে ১০টি রকেট হামলা চালায় হামাসের যোদ্ধারা। এই হামলার পরদিনই আজ সোমবার ইসরায়েলে ড্রোন হামলা চালাল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর মেতুলায় একই সামরিক অবস্থান টার্গেট করে এই হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলেও দাবি তাদের।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, লেবানন থেকে একটি ড্রোন উত্তরাঞ্চলের শহর মেতুলায় এসেছে। এটি তারা পর্যবেক্ষণ করেছেন। তবে কতজন হতাহত হয়েছেন, তা ইসরায়েল নিশ্চিত করে বলতে পারেনি।

এমনকি হিজবুল্লাহও সঠিক সংখ্যাটি জানায়নি। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভে পুলিশের রাসায়নিক স্প্রে আটক ২৫ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভে পুলিশের রাসায়নিক স্প্রে, আটক ২৫ তবে ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় দুজন গুরুতর আহত হয়েছে।

ইসরায়েল একটি ড্রোন আসার দাবি করলেও হিজবুল্লাহ বলছে, কয়েক ডজন রকেট হামলা করেছে ইসরায়েল সীমান্তে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, গতকাল রোববার দক্ষিণ গাজার রাফাহ ক্রসিংয়ের কাছেই একটি এলাকা থেকে ১০টি রকেট হামলা চালায় হামাসের যোদ্ধারা।

এতে তিন সেনা নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১০ জন আহত হয়েছেন। এদিকে মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে কায়রোতে গত দুদিন ধরে আলোচনা চলছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে।

সর্বশেষ বিবৃতিতে হামাস জানিয়েছে গতকাল রোববার শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখন তাদের প্রতিনিধিদল হামাসের নেতাদের সঙ্গে আলোচনা করতে কায়রো থেকে কাতারে যাবেন।

রাফাহ অঞ্চলে ইসরায়েলের পাল্টা হামলায় নিহত ২২রাফাহ অঞ্চলে ইসরায়েলের পাল্টা হামলায় নিহত ২২ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মিশরের মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে রয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস।

তিনিও আলোচনার জন্য মিশরের কায়রো থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে বলে বিবিসি উল্লেখ করেছে।

হামাস এই প্রস্তাবকে ‘ইতিবাচক’ বলেছে এবং তারা স্থায়ী যুদ্ধবিরতির দিকে বেশি জোর দিচ্ছে। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল রোববার এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, আমরা এমন পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত নই যেখানে হামাসের সেনারা বাঙ্কার থেকে বেরিয়ে এসে আবার গাজার নিয়ন্ত্রণ নেয়। এটি ইসরায়েল রাষ্ট্রের জন্য একটি ভয়ঙ্কর পরাজয় হবে।

গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়। এর পর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় সাত মাস ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যাদের বেশিরভাগই নারী ও শিশু।

হিজবুল্লাহ কারা তারা আসলে কী চায়?হিজবুল্লাহ কারা তারা আসলে কী চায়? ইসরায়েল–হামাস সংঘাতের পর নতুন করে আলোচনায় আসে লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ একটি শিয়া মুসলিম সংগঠন, যা রাজনৈতিকভাবে প্রভাবশালী।

লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এটি। বিবিসি বলছে, গত শতকের আশির দশকের প্রথম দিকে এই হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়। মূলত এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া সমর্থিত দেশ ইরানের মাধ্যমেই লেবাননে এই হিজবুল্লাহর আন্দোলন শুরু হয়।

ইসরায়েলকে টেক্কা দিতেই এটি প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের মাধ্যমেই এর প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার প্রথমেই নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ। প্রকাশ করা হয়েছিল তাদের ইশতেহার।

তাতে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও পশ্চিমাদের আধিপত্য বন্ধ করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন সে কথাই বলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

নভেম্বর 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০৩ / শিবগঞ্জ উপজেলা

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের…

১৮ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২৩ / নওগাঁ জেলা

নওগাঁয় আম চুরি করতে গিয়ে দুই সাংবাদিক আটক!

১৮ই জুন ২০২৫ সকাল ১১:৫৫ / প্রযুক্তি

বাজারে আসছে ট্রাম্প মোবাইল, পাবেন যত টাকায়

১৮ই জুন ২০২৫ সকাল ০৮:৩৯ / রাজনীতি

চাঁদাবাজি করতে গিয়ে ফের জনতার হাতে আটক যুবদল…