সোমবার, ৯ই পৌষ ১৪৩১, ২৩শে ডিসেম্বর ২০২৪
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ট্রাম্পের জয়ে শেয়ার-ডলার-বিটকয়েনের দামের রেকর্ড


নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এমন উত্থানে মার্কিন শেয়ার বাজার, ডলার ও বিটকয়েনের দামও বেড়েছে রেকর্ড পরিমাণে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় ডলার ও ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম বেড়েছে। যা আট বছরের মধ্যে মার্কিন ডলারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি এবং বিটকয়েনের দামও এযাবৎকালের সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।

মার্কিন নির্বাচনের ফলাফল প্রকাশ ও ডোনাল্ড ট্রাম্প জয়লাভে শেয়ার ও মুদ্রাবাজারে যা ঘটল।

১. যুক্তরাষ্ট্রের বিভিন্ন শেয়ার সূচক বেড়েছে, বিশেষ করে ব্যাংকের শেয়ার ভালো করেছে।

২. পাউন্ড, ইয়েনসহ বিভিন্ন বড় মুদ্রার বিপরীতে ডলারের দর বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। বিশেষ করে ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ, গত ৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

৩. যুক্তরাজ্যের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সূচক এফটিএসই ১০০ দিনের শুরুতে বেড়ে যায়, যদিও দিন শেষে তা কিছুটা কমেছে।

৪. ডলারের বিপরীতে ইউরোর দরপতন হয়েছে ১ দশমিক ৮৯ শতাংশ, গত জুন মাসের পর যা সর্বনিম্ন।

৫. জাপানের বাজারে প্রধান সূচক নিক্কি ২২৫ সূচক বেড়ে হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। এটি জাপানি অর্থনীতির জন্য ইতিবাচক।

৬. চীনের মূল ভূখণ্ডে সাংহাই কম্পোজিট ইনডেক্স অবশ্য কিছুটা কমেছে। হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ২ দশমিক ২৩ শতাংশ।

এদিকে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন নিয়ে জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মনোভাব পরস্পর বিরোধী। বাইডেন বিভিন্ন ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে দমন-পীড়ন চালালেও ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের বিটকয়েন সুপারপাওয়ার’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি মার্কিন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) প্রধান গ্যারি জেনসলারকে বরখাস্ত করতে পারেন বলে হুমকি দেন। গ্যারি জেনসলার বেশ কয়েকটি ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,

৫ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬ / বিনোদন

সাবেক স্বামীর বিমান ছিনতাই, মুখ খুললেন সিমলা

১৩ই নভেম্বর ২০২৪ রাত ১১:৩৫ / রাজশাহী জেলা

জ্ঞানের আলো এক্সপ্রেস ধাদাশ টু মহাকাশ যাএা শুরু