শুক্রবার, ৩রা শ্রাবণ ১৪৩২, ১৮ই জুলাই ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জেলা প্রশাসকের আশ্বাসে ময়মনসিংহে রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত

সংগৃহীত ছবি

নিউজ ডেস্ক

বিজয় এক্সপ্রেস

ময়মনসিংহে জেলার প্রশাসকের আশ্বাসে রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টাটিং পয়েন্ট ময়ময়নসিংহে রাখার দাবীতে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তারা।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসনের সভাকক্ষে আন্দোলনকারী নাগরিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিয় শেষে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। জেলা নাগরিক আন্দোলনের সম্পাদক নূরুল আমিন কালাম বলেন, জেলা প্রশাসকের সঙ্গে বিজয় ট্রেনের আন্দোলন বিষয়ে বৈঠক হয়েছে।

তিনি ট্রেনের স্টাটিং পয়েন্ট আগামী ১০দিনের মধ্যে ময়মনসিংহে বহাল রাখার পক্ষে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই পূর্বঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানানো হবে। মতবিনিয়কালে জেলা প্রশাসক বলেন, এখন নির্বাচনের সময়। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি চলছে। যে কেউ দুর্ঘটনা ঘটাতে পারে। নির্বাচনের আগে কোনো বিশৃংখলা যেন না ঘটে, সে আশ্বাস চাই। একই সঙ্গে আপনাদের আশ্বস্থ করছি আপনাদের দাবী পূরণে আমি সর্বাত্মক চেষ্টা করবো। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে একটি পজেটিভ সংবাদ আপনারা পাবেন বলে আশা করছি। বৈঠকে জেলা পুলিশ সুপার (এসপি) মাছুম আহম্মেদ ভূঁঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাড. খালেকুজ্জামান, সাধারন সম্পাদক প্রকৌশলী মো. নূরুল আমিন কালাম, জনউদ্যোগের আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি শামসুল আলম খানসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার (১ ডিসেম্বর) বিজয় এক্সপ্রেস ট্রেন প্রথমবারের মত জামালপুর স্টেশনে পৌঁছলে উল্লাস করে স্থানীয়রা।

অন্যদিকে ট্রেনটির স্টাটিং স্টেশন ময়মনসিংহ থেকে জামালপুর নেওয়ার প্রতিবাদে রেললাইনে শুয়ে পড়ে রেলপথ অবরোধ করে আন্দোলকারীরা। এ সময় প্রায় এক ঘণ্টা বিজয় ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে আটকে থাকার পর বিষয়টি সামাধানে স্থানীয় প্রশাসন আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তবে বুধবার আবারও জামালপুর অভিমুখে ময়মনসিংহ রেলপথ অবরোধের ঘোষণা দেয় জেলা নাগরিক আন্দোলন ও জনউদ্যোগ নামক দুটি নাগরিক সংগঠন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

জুলাই 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২৩ / নওগাঁ জেলা

নওগাঁয় আম চুরি করতে গিয়ে দুই সাংবাদিক আটক!

১৮ই জুন ২০২৫ সকাল ১১:৫৫ / প্রযুক্তি

বাজারে আসছে ট্রাম্প মোবাইল, পাবেন যত টাকায়

১৮ই জুন ২০২৫ সকাল ০৮:৩৯ / রাজনীতি

চাঁদাবাজি করতে গিয়ে ফের জনতার হাতে আটক যুবদল…

১৭ই জুন ২০২৫ রাত ১১:৪১ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এসি ল্যান্ডের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের…