নিউজ ডেস্ক
নোয়াখালীতে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র-গোলাবারুদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে জেলার সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের বাবুলের ছেলে বাদল হোসেন (২১), চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের রুইতখালী গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে মো. রবিন (২৮), সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দেওটি গ্রামের সাইফুল আলম মানিকের ছেলে মো. বাহার (৩০), বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৬) ও কুমিল্লার লালমাই থানার বাগমারা উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মুরাদ হোসেন (২২)।
তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, আটটি এলজি, চারটি একনলা বন্দুক, নয়টি পিস্তলের ম্যাগাজিন, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি, ১২ কেজি গাঁজা ও দুটি পিকআপ জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ সার্কেল পুলিশের বিশেষ অভিযানে বেগমগঞ্জ মডেল থানা ও সেনবাগ থানা পুলিশ সদস্যরা সেনবাগের সেবারহাট সায়েদ প্লাজার সামনে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসানো হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম অস্ত্র ও মাদকসহ পাঁচজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে সোনাইমুড়ী ও সেনবাগ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন।