নিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরের চকবাজারে অবস্থিত হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রলীগের দুই পক্ষ।
মূলত ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈম ও চকবাজার থানা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক তনয় মোহাম্মদ ও ছাত্রলীগ নেতা খুরশিদ বিন সোহাদের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। দুই পক্ষই শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে ক্যাম্পাসে নিজেদের পরিচয় দেয়।
কাজী নাঈম সাংবাদিকদের বলেন, আজ ক্যাম্পাসে পিঠা উৎসব চলছিল। হঠাৎ করে খুরশিদ বিন সোহাদের অনুসারীরা এসে ক্যাম্পাসে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেন। ছাত্রীদের ইভ টিজিং করেন। পরে তাঁদের বাধা দিলে রামদা দিয়ে নেতা–কর্মীদের আঘাত করেন। এতে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াদুল হকের হাতের একটি আঙুল কেটে গেছে। এ ছাড়া দ্বিতীয় বর্ষের আইনুল কবির ও আরমান চৌধুরী নামের আরও দুই কর্মী আহত হয়েছেন। পরে আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে ইভ টিজিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন চকবাজার থানা ছাত্রলীগের তনয় মোহাম্মদ। তিনি সাংবাদিকদের বলেন, কাজী নাঈমের কিছু জুনিয়র অনুসারী ক্যাম্পাসে সিগারেট টানছিলেন। নিষেধ করায় তাঁরা চড়াও হন। পরে তাঁদের প্রতিহত করা হয়। এতে খুরশিদ বিন সোহাদ মাথায় আঘাত পেয়েছেন। আর আকিবুল ইসলাম নামের এক কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ক্যাম্পাস শান্ত।