চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা, হেফাজতে আলেমদের হত্যা, সাগর রুনি দম্পতি হত্যা, বিএনপি নেতা ইলিয়াস আলিসহ হাজার হাজার নেতা কর্মীদের গুম, খুন, হত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনে গুলি বর্ষন করে শতশত প্রাণ কেড়ে নেওয়ায় খুনি হাসিনা ও দোসরদের বিচারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়া বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবদল আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। এরপর সমাবেশে অংশ নেন হাজারও নেতা কর্মী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টি বের করা হয়। মিছিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজ ও সদস্য সচিব মামুনুর রশিদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে নেতারা বক্তব্য রেখে বলেন, বিএনপির নেতা-কর্মীদের গুম খুন ও ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।