সোমবার, ৯ই পৌষ ১৪৩১, ২৩শে ডিসেম্বর ২০২৪
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারতে বসে শেখ হাসিনা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল


নিউজ ডেস্ক

ভারতে বসে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরই অংশ হিসেবেই পোষাক খাতে নানা অস্থিরতা তৈরির চেষ্টা করছে তারা। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জনগণের আশার প্রতিফলন ঘটাতে হবে। বর্তমান সরকারকে পর্যাপ্ত সময় ও সুযোগ দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। পরিকল্পিত ভাবে ছাত্র-জনতার অভ্যুত্থান নস্যাৎ করার চক্রান্ত চলছে। ভারত থেকে শেখ হাসিনা নানাধরনের অপপ্রচার চালাচ্ছে।

শিল্প কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলে, শিল্পক্ষেত্রে অস্থিরতা প্রতিরোধ করতে হবে। এ বিষতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সেই দাবি জানিয়ে তিনি বলেন, সংস্কারে জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করতে হবে। জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য, দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

বিএনপির কর্মসূচি নিয়ে তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দুই দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি। ১৪ সেপ্টেম্বর বিকেলে শহীদ মিনারে সমাবেশ করা হবে। ১৫ তারিখ নয়াপল্টনে সমাবেশ হবে। ১৫ তারিখ বিভাগীয় শহরে গণতন্ত্র র‌্যালি অনুষ্ঠিত হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে শিল্পক্ষেত্রে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা চলছে মন্তব্য করে তিনি এমন অস্থিরতা প্রতিরোধে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার খালেদা জিয়াকে জেলখানায় রেখে প্রয়োজনীয় চিকিৎসায় অবহেলা করেছে। তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা হবে

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,

৫ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬ / বিনোদন

সাবেক স্বামীর বিমান ছিনতাই, মুখ খুললেন সিমলা

১৩ই নভেম্বর ২০২৪ রাত ১১:৩৫ / রাজশাহী জেলা

জ্ঞানের আলো এক্সপ্রেস ধাদাশ টু মহাকাশ যাএা শুরু