মোঃ সোহেল রানা
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী নজরুল ইসলামের কর্মীর সমার্থক সহ শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জের ডাক বাংলা চত্বরে সৈয়দ নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বলেন চাঁপাইনবাবগঞ্জশিবগঞ্জ-১ আসনে শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল ৭৯ হাজার ৮১২ ভোট এবং স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম ৭২ হাজার ৭০৯ ভোট।অর্থাৎ ৭ হাজার ১০৩ ভোট বেশী পেয়ে ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি জয়ী হন।
পরবর্তীতে নজরুল ইসলামের কর্মী সমর্থকরা নিশ্চুপ হয়ে যার যার বাড়িতে চলে যান। কিন্তু নৌকার বিজয়ী প্রার্থী ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি'র নেতা কর্মীরা শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে নজরুল ইসলামের ট্রাক মার্কায় প্রচারণায় অংশ নেয়া নেতাকর্মী ও সমর্থকদের প্রতিনিয়ত জীবন নাসের হুমকি প্রদান করে আসছে এবং বাড়ি-ঘরে হামলা ও হত্যার উদ্দেশে হামলা চালাচ্ছে বলে এসব কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবগঞ্জ -১ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আয়বায়ক আবু আহমেদ নাজমুল কবির মুক্তা ও সদস্য সচিব আতিকুল ইসলাম টুটুল খান।