কামাল সুকরানা
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩ শতাধিক দরিদ্র ও দুঃস্থ রোগীর চোখের ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় এ ছানি অপারেশনের আয়োজন করা হয়।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় শহরের বালিগ্রামে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল চত্বরে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলে চক্ষু হাসপাতাল গড়ে তুলেছেন। যা বিভিন্ন অঞ্চলের মানুষ সেবা পাচ্ছেন। এ ধরনের সেবামূলক কাজ করে আসছে যা সমাজের জন্য দৃষ্টান্ত। এতে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মতিউর রহমান, নির্বাহী সদস্য এম কোরাইশী মিলু, হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান জাভেদ, ডা. রোমানা আফরোজ লেয়া, ডা. তৌহিদুল ইসলাম সুজন, সমিতির আজীবন সদস্য মোঃ মুষা প্রমুখ।