বি এম রুবেল আহমেদ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একুশে পদকে ভূষিত হতে যাচ্ছেন জিয়াউল ঘোষ।
গত ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব আইরিন ফারজানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একটি তালিকা প্রকাশিত হলে সেখানে ভোলাহাট উপজেলার এই কৃতি সন্তান মোঃ জিয়াউল হক ঘোষের নাম উঠে আসে। তিনি সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তাকে বাংলাদেশ সরকার স্বীকৃতি স্বরূপ একুশে পদকে ভূষিত করতে যাচ্ছে। পেশায় দই বিক্রেতা জিয়াউল হক সাদা মনের মানুষ হিসেবে খ্যাত।
উপজেলার দলদলী ইউনিয়নের চামা মুশরীভুজা গ্রামের মরহুম তৈয়ব আলী মোল্লা এবং শরীফুন নেসার ঘর আলোকিত করা ছেলে মোঃ জিয়াউল হক দই বিক্রি করে উপার্জিত অর্থের একটা অংশ থেকে জিয়াউল হক সাধারণ পাঠাগার প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয় হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা, মসজিদ নির্মাণ, বাড়ি নির্মাণ সহ নানা ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকের একুশে পদকে ভূষিত হতে যাচ্ছেন জিয়াউল হক।
এনিয়ে ভোলাহাট উপজেলায় তাকে নিয়ে গর্ববোধ করেছেন বিভিন্ন মহল। তার এই গৌরবগাঁথা সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন বলেন, সাদা মনের মানুষ জিয়াউল হক আমাদের ভোলাহাট উপজেলা তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
এই অর্জনের জন্য ভোলাহাট উপজেলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ বাবর আলী বিশ্বাস, জেলা পরিষদ সদস্য হোসেন আরা পাখি, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু সহ বিভিন্ন মহলের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।