বি এম রুবেল আহমেদ
ভোলাহাটে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে নিঃস্ব হয়েছিল বিভিন্ন বাড়ি এবং দোকান মালিকরা।
২১ মার্চ বৃহস্পতিবার সকালে ত্রাণ ও পূনর্বাসন অধিদপ্তর ভোলাহাটের পক্ষ থেকে উপজেলার বজরাটেক গ্রামের মোঃ বাবু আলী, সুরানপুর গ্রামের ইয়ার মোহাম্মদ, রাধানগর গ্রামের মোঃ আহসানুর রহমান, দুর্গাপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম, ফতেপুর গ্রামের মোঃ পিয়ারুল ইসলাম, মুশরীভুজা গ্রামের মোঃ আব্দুর রহমান সহ মোট ছয়জনকে ১০ হাজার টাকা করে নগদ চেক তুলে দেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায় নায়েক।