আব্দুল কাদির
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেনসহ অন্যরা। সভায় গণহত্যা দিবসের তাৎপর্যসহ বিভিন্ন নিয়ে আলোকপাত করা হয়। শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।