আব্দুল কাদির
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মইন উদ্দিন আহমেদ মন্টু ডাক্তার স্মৃতি বিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মইন উদ্দিন আহমেদ মন্টু ডাক্তার স্মৃতি বিগ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটি আয়োজিত ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় ১৩ ওভার ৪ বলে বঙ্গবন্ধু ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তোরশা ক্রিকেট দল।
খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান ও সাবেক ছাত্রলীগ নেতা আসিফ আহসানসহ স্থানীয় আওয়অমী লীগের নেতৃবৃন্দ।