নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে টানা তাপপ্রবাহের কারণে ঝরে যাচ্ছে আমের গুটি। বিপাকে পড়েছেন চাষীরা। প্রতিকূল আবহাওয়ার কারণে এবার আমের ফলনে বিপর্যয় ঘটবে বলে আশঙ্কা তাদের।
কৃষি গবেষকরা বলছেন, খরার সময়ে আমের গুটি রক্ষায় গাছের বাড়তি পরিচর্যা জরুরি। চাঁপাইনবাবগঞ্জে দাবদাহের কারণে ঝরে যাচ্ছে আমের গুটি। প্রতিকূল আবহাওয়ার কারণে এবার আমের মুকুল কম হয়েছে। এর উপর খরার কারণে আম ঝরতে থাকায় বিপাকে পড়েছে চাষীরা। খরা থেকে আম রক্ষার জন্য নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। এতে আবার আমের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে দুশ্চিন্তায় আমচাষী ও বাগান মালিকরা।
চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, খরার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় চাষীদের খুবই সতর্কতার সঙ্গে গাছের পরিচর্যা করতে হবে। গোড়ায় নিয়মিত সেচ দিতে হবে। ব্যবহার করতে হবে ছত্রাকনাশক স্প্রে।
এবার চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। উৎপাদনের লক্ষ্য নির্ধারন করা হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন আম।