নাটোর প্রতিনিধি
নাটোরে শহরের কান্দিভটা এলাকার একটি বাড়ি থেকে ৫০০টি ইয়াবা ও নগদ ১০ হাজার টাকাসহ মাদক কারবারি রাজু আহম্মেদকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার বিকেলে শহরের কান্দিভিটাস্থ জোয়াদ্দারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজু আহম্মেদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়। তিনি শহরের কান্দিভিটুয়া জোয়াদ্দার পাড়ার আব্দুল মজিদের ছেলে।
নাটোর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাইজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শহরের কান্দিভিটুয়া জোয়াদ্দার পাড়ায় রাজু আহম্মেদের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
অভিযানকালে রাজু আহম্মেদের বাড়ির শয়নকক্ষের একটি আলমারির ড্রয়ার থেকে ৫০০টি ইয়াবা ও মাদক ব্যাবসার নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তার রাজু আহম্মেদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির কথা স্বীকার করেছেন রাজু।’