নওগাঁ প্রতিনিধি
"দুনিয়ার মজদুর এক হও,বাংলার মেহনতি মানুষ এক হও" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় মহান মে দিবস -২০২৪ উপলক্ষে র্যালি , আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আ.লীগের দলীয় কার্যালয় প্রসাদপুর নিমতলী অফিসে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হয়।
মান্দা উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজল দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নৌকার মনোনিত প্রার্থী ও মান্দা উপজেলা আ.লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, সহ-সভাপতি আবুল কালাম আজাদ,অনুপ কুমার মহন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক, তোফাজ্জল হোসেন তোফা, সাংগাঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুর রাজ্জাক সামি,দপ্তর সম্পাদক দুলাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীল কমান্ডার এ্যাড.আব্দুল মান্নান,ভারশোঁ ইউপি মোস্তাফিজুর রহমান সুমন,পরানপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল,যুব মহিলা আ.লীগের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমা ও মান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল মারুফসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।